মুগ্ধবাংলার সফটওয়ার আপডেটের সময় পুরানো সদস্যদের ফেসবুক ভেরিফিকেশনের সিস্টেমটা বাদ দিয়েছিলাম এই ভেবে যা, যাঁরা এখনো ভেরিফিকেশন করেননি, তাঁরা হয়ত আনভেরিফায়েড অ্যাকাউন্টটি আর রাখতে চান না বা ওই একই ইউজার অন্য কোনো ভেরিফায়েড অ্যাকাউন্ট ব্যবহার করেন। বস্তুত, ফেসবুক ভেরিফিকেশন সিস্টেমটা জুড়ে দেওয়া প্রায় এক বছর হতে চলল। এতদিনেও যে সব সদস্য ভেরিফিকেশন করেননি, তারা আর ভেরিফিকেশন করবেন না ধরেই নেওয়া যায়। তবু গত কিছু দিনে বেশ কয়েকজন পুরানো সদস্য আবারও ফেসবুক ভেরিফিকেশন সিস্টেমটা চালু করার অনুরোধ করেছেন। উনাদের অনুরোধেই আবারও ফেসবুক ভেরিফিকেশন সিস্টেমটা চালু করা হল। যেসব পুরানো সদস্য এখনও ভেরিফিকেশন করেননি, তাঁরা অতি সত্বর এই ভেরিফিকেশন করে নিন। প্রসঙ্গত বলে রাখি, সফটওয়ারের আপডেট পর্ব এখনো শেষ হয়নি। আরও বেশ কিছু পরিবর্তন ও পরিমার্জনের পর, এই আপডেট শেষ হয়ে গেলে, পুরানো যত আনভেরিফায়েড অ্যাকাউন্ট রয়েছে, সেগুলি মুছে ফেলা হবে, সেইসঙ্গে সেই সব ইউজারনেম ও আইপি ব্যান করা হবে।
পোস্টে ফেসবুক ভেরিফিকেশনের লিংকটি দেয়া থাকলে সহজেই এক ক্লিকে চলে যাওয়া যেত।